মানব সময় ডেস্ক :
আজ ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রোজ মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।
তদারকি কালে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে
১ টি প্রতিষ্ঠানকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়।
খাবারের অনুপযোগী পটকা মরিচ চূর্ণ করে গুঁড়ো মরিচ হিসেবে বিক্রয় করার অপরাধে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো: আনিছুর রহমান, সহকারী পরিচালক জনাব রানা দেব নাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার। এছাড়াও, বাংলাদেশ পুলিশের বাকলিয়া থানার একটি টিম, সংবাদকর্মী ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এরূপ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।