চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়এবং ছাত্র জনতার সমন্বয়ে এ অভিযান | মানব সময় ডেস্ক |
অদ্য ০২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রোজ সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয় কর্তৃক বাকলিয়া থানা এবং ছাত্র জনতার সমন্বয়ে চট্টগ্রাম মহানগরীর মিয়াখাঁন নগর, বাকলিয়া এলাকায় একটি ভেজাল মরিচ,মসলা এবং হলুদ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
তদারকি কালে দেখা যায়, জয় মসলা ফুড প্রোডাক্টস নামীয় প্রতিষ্ঠানটি অতি নিন্মমানের শুকনো মরিচ ক্রাসিং করে অনুনোমোদিত টেক্সটাইল রং মিশিয়ে দীর্ঘদিন ধরে বাজারজাত করছেন।
উক্ত অপরাধে জয় মসলা ফুড প্রোডাক্টস নামীয় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ধারা মোতাবেক ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।
পরবর্তীতে টেক্সটাইল রং মিশ্রিত ভেজাল মরিচের গুঁড়ো জনসমক্ষে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো: আনিছুর রহমান, সহকারী পরিচালক জনাব রানা দেব নাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার। এছাড়াও, সচেতন ছাত্রবৃন্দ ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এরূপ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।