মানব সময় সাহিত্য ডেস্ক :
স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা
পূর্ব আকাশে ভোরের লাল সূর্য,
ভোরের ঘুম ভাঙানো পাখির গান,
দক্ষিণা জানালার মিষ্টি হাওয়া।
স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা
স্বপ্নলোকের অচেনা রাজপুরী,
আকাশে ডানামেলা শ্বেত কপোত,
তাল গাছে বাবুই পাখির বাসা,
পাহাড়ের বুকে ঝর্ণা স্রোত।
স্বাধীনতা তুমি আমার প্রেম ভালোবাসা
ভোরের গাছের শিশির বিন্দু,
পদ্মদীঘির বুকে শাপলা ফুল,
মাঝি মাল্লার জারি সারি গান।
স্বাধীনতা তুমি আমার অহংকার
বাঙালি জাতির মহান গৌরব,
সকালের একগুচ্ছ রজনীগন্ধা,
একটি ফুটন্ত লাল গোলাপ।
স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা
তুমি সবুজ খামে লাল চিঠি,
বাঙালি জাতির স্বাধীন পতাকা।
#আমার_স্বাধীনতা#
#ইয়াসমিন_মণি।