বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তজুমদ্দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের পদায়নের এক দফা দাবিতে চার ঘণ্টার কর্মবিরতি শারদীয় দুর্গাপূজা সুুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা হবে -বললেন ফরিদা খানম, জেলা প্রশাসক চট্টগ্রাম : মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো কেয়া মণি’র লেখা “অভ্যস্ত পাথর” কবিতাটি অপরাজনীতি বিপক্ষে রুখে দাঁড়াতে ছাত্রদল প্রস্তুত রয়েছে – মতবিনিময় সভায় সাইফুল আলম মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো রীতা জেসমিন এর লেখা “গোধূলি’ তজুমদ্দিনে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন: বেনাপোল যানজট নিরসনে পোর্ট থানার নবাগত ওসি ও সার্জেন্টের ঝটিকা অভিযান রামপুর ওয়ার্ড বিএনপি উদ্যোগে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বে -শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ভোক্তা অধিকার চট্টগ্রাম এর অভিযান ও জরিমানা :

চট্টগ্রামে ইস্পাহানি মিনি ম্যারাথন সম্পন্ন” যেন সাংবাদিকদের মিলনমেলা ও উৎসব

  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৭.২০ এএম
  • ৫০ বার পঠিত

ডেস্ক নিউজ,মানব সময় :
চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন-২০২৪। এতে ৬টি ক্যাটাগরিতে ২৫০ এর অধিক সাংবাদিক অংশ গ্রহণ করেন।
গতকাল শনিবার (৯ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় এ প্রতিযোগীতার উদ্বোধন করেন।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা।
পরে ম্যারাথন শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।
পুরস্কার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ।
চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারে সঞ্চালনায় উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
এসময় আরও বক্তব্য দেন ইস্পানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার মঈন উদ্দিন হাসান, চট্টগ্রাম প্রেস ক্লাবের কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক এম. সরওয়ারুল আলম সোহেল এবং সিজেকেএস’র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের ম্যারাথন একটি অনন্য আয়োজন। এ ম্যারাথন সাংবাদিকদের পাশাপাশি অন্যান্যদের মাঝে সামাজিক এবং স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করবে।
উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের জিএম (মার্কেটিং) ওমর হান্নান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী। ,
মিনি ম্যারথন ছয়টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়।
ক্যাটাগরিগুলো হলো অনুর্ধ্ব চল্লিশ, ৪১ থেকে ৫০, ৫১ থেকে ৬০, ৬১ থেকে ৭০, সত্তরোর্ধ্ব এবং সদস্যা ক্যাটাগরি। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে জামালখান মোড়-আসকার দীঘি-কাজীর দেউড়ি-পুরাতন বিমান অফিস-লাভ লেইন- বৌদ্ধমন্দির মোড়-চেরাগী মোড় অতিক্রম করে আবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এসে ম্যারাথন দৌড় সমাপ্ত হয়।
সদস্যা ক্যাটাগরিতে শিরোপা লাভ করেন, সুচন্দা নন্দী। সত্তরোর্ধ্বে প্রথম পঙ্কজ কুমার দস্তিদার, দ্বিতীয় নির্মল চন্দ্র দাশ, তৃতীয় দেবপ্রসাদ দাশ দেবু, চতুর্থ বিপুল বড়ুয়া, পঞ্চম সুলতান আহমদ আশরাফী, ষষ্ঠ মাখন লাল সরকার, সপ্তম মঈনুদ্দীন কাদেরী শওকত, অষ্টম সিরাজুল করিম মানিক, নবম জালাল উদ্দীন আহমদ চৌধুরী, দশম জাহেদুল করিম কচি।
৬১ থেকে ৭০-এ প্রথম দেবাশীষ বড়ুয়া দেবু, দ্বিতীয় প্রদীপ নন্দী, তৃতীয় স্বপন কুমার মল্লিক, চতুর্থ জাকির হোসেন লুলু. পঞ্চম স.ম ইব্রাহীম, ষষ্ঠ মো. আবিদ হোসেন, সপ্তম বাবুল চৌধুরী, অষ্টম শিশির বড়ুয়া, নবম তাপস বড়ুয়া, দশম সুলতান মাহমুদ সেলিম, একাদশ অঞ্জন কুমার সেন।
৫০ থেকে ৬০-এ প্রথম গোলাম মাওলা মুরাদ, দ্বিতীয় খোরশেদুল আলম শামীম, তৃতীয় প্রণব বড়ুয়া অর্ণব, চতুর্থ ফরিদ উদ্দিন চৌধুরী, পঞ্চম মো. ইউসুব সবুর, ষষ্ঠ ম. শামসুল ইসলাম, সপ্তম জাকারিয়া চৌধুরী, অষ্টম মো. আহসানুল কবির রিটন, নবম সালাহ্উ্দ্দিন মো. রেজা, দশম রনজিত কুমার দে।
৪১ থেকে ৫০-এ প্রথম সুমন গোস্বামী, দ্বিতীয় রাজিব রায়হান, তৃতীয় রনি দাশ, চতুর্থ আবীর চক্রবর্তী, পঞ্চম সুজিত চন্দ্র সাহা, ষষ্ঠ এসএম ইফতেখারুল ইসলাম, সপ্তম মিজানুর রহমান, অষ্টম সাইদুল, নবম প্রণব বল, দশম অরুণ বিকাশ দে।

অনুর্ধ্ব চল্লিশ-এ প্রথম আজহার মাহমুদ, দ্বিতীয় জাকের আহমেদ, তৃতীয় মো. সাইফুল ইসলাম, চতুর্থ রাশেদ এইচ সরকার, পঞ্চম হুমায়ুন মাসুদ, ষষ্ঠ নাজমুল আলম সাদেকী, সপ্তম মো. রাশেদুল আলম, অষ্টম আবু মোশাররফ রাসেল, নবম সুবল বড়ুয়া, দাশ রাহুল কান্তি দাশ নয়ন।
ম্যারাথনের স্পন্সর প্রতিষ্ঠান ছিলেন ইস্পাহানি, কো-স্পন্সর ছিলেন কেআর স্টীল, ফুড স্পন্সর আরজেএম ফুটওয়্যার লিঃ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com