চরফ্যাশন প্রতিনিধি :
চরফ্যাশন ভূমি অফিসের সিমানায় অবৈধভাবে প্রবেশ করায় দুই যুবকে আটক করে চরফ্যাশন থানায় সোপর্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছালেক মুহিত। পরে আটকৃত দুই যুবককে পরিবারের জিম্মায় মুছলেখায় মুক্তি দেওয়া হয়।
গতকাল রোববার সকাল ১১টার দিকে উপজেলা ভূমি অফিসের উত্তর পাশ থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, মো.শাহাদাত হোসেন প্রিন্স (১৯) পৌরসভা ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মো.জসিম উদ্দিনের ছেলে এবং তানজিল হোসেন মাহির (১৯) পৌরসভা ৪নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মো.বেলায়েত হোসেনের ছেলে।
ভূমি অফিস সূত্রে জানাযায়, কিছু বখাটে ছেলে ভূমি অফিসের সিমানার দেয়াল টপকে (বাউন্ডারি) ভিতরে এসে লুকিয়ে মাধক সেবন করেন। এছাড়াও অসত উদ্দেশ্যে ভূমি অফিসের নবনির্মিত দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে নানা অপরাধ মুলক কর্মকান্ড করে থাকেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট ছালেক মুহিত জানান,ভূমি অফিসের উত্তর পাশ থেকে দুই যুবককে আটক করে প্রথম বারের মত মুছ লেখায় পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।