এম শফিকুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি :
ভোলা চরফ্যাশন দক্ষিণ আইচা ।উত্তর চরমানিকা লতিফিয়া দাখিল মাদ্রাসা ২০২৪ সালের নতুন কারিকুলাম এর বই উৎসব পালিত হয় ।উক্ত উৎসবের সভাপতিত্ব করেন। অএ মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রহমান সাহেব।প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। অএ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ জুনায়েদ ১০ম শ্রেণি
এবং ইসলামী সংগীত থেকে পরিবেশন করেন অত্র প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার,ইসলামি সংগীতের পরেই নতুন কারিকুলামের উপর বক্তব্য রাখেন অএ মাদ্রাসার সহ কারি প্রধান শিক্ষক মাওনা সহিদুল ইসলাম তিনি বলেন নতুন কারিকুলাম যুগউপযগী শিক্ষা ব্যাবস্হা।
নতুন কারিকুলামের আরো বক্তব্যে রাখেন অএ প্রতিস্ঠানের ইংরেজি শিক্ষক মোহাম্মদ লোকমান হোসাইন তিনি বলেন। র্বতমান কারিকুলাম একটি বাস্তব মুখি শিক্ষা তিনি ও এতো সুন্দর শিক্ষা ব্যাবস্থা উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যানান।
সমাপনী বক্তব্য রাখছেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপার ।তিনি বলেন। বলতে বলতে আর দেখতে দেখতেই চলে গেল আমাদের মাঝ থেকে ২০২৩ সাল ,তাই আমরা আজ ২০২৪ সাল কে স্বাগত জানিয়ে অএ মাদ্রাসার বই উৎসব ও দোয়া অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী নির্দেশ অনুযায়ী আমরা আজ তোমাদেরকে সঠিক সময়ে বই উপহার দিতে পেরেছি বলে আমরা আজ ধন্য।এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রতি তিনি সঠিক সময় নিদর্শনা পরিচালনা করায় আমরা সঠিক সময় ছাত্র-ছাত্রীর কাছে বই পৌছাতে পেরেছি বলে ধন্যবাদ জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করে।
দোয় মোনাজাত করেন।