ক্রীড়া ডেস্ক,মানব সময় :
নগরীর ইপিজেড থানাধীন এস আলম বি আলম গলির ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আজিম একাদশ।
তারা শুক্রবার রাতে এলিট হল সংলগ্ন এরিনা মাঠে নিউ গোল্ডেন বয়েজ আয়োজিত এই ঘরোয়া ক্রিকেটে মনি একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আজিম একাদশ।
এর আগে সন্ধ্যায় ৩য়স্থান নির্ধারণ ম্যাচে আরাফাত একাদশ রাজু একাদশ কে হারিয়েছে।
ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জিহাদ। সেরা বোলার মোঃ আজিম।
আম্পায়ার ছিলেন অভিরাম, ফয়সাল, আরাফাত।
ফাইনাল খেলা শেষে উভয় টিমের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন সাবেক ফুটবলার মোঃ হারুন, মোঃ বাপ্পী, ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মু বাবুল হোসেন বাবলা, সংগঠক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ইকবাল হোসেন, ওয়াহিদ , শাহিন,রাজু, মোঃ আরাফাত, মুন্না সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ডিসেম্বর মাসে জাঁকজমকপূর্ণ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করার লক্ষ্যে এই প্রচারণা মূলক ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন।