বাবুল হোসেন বাবলা(নিজস্ব প্রতিবেদক):
লিটল জুয়েলস চাইল্ড কেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ।আজ ১১ নভেম্বর ২০২৩। সকাল ১০ টায় চট্টগ্রামের পটিয়া উপজেলায় লিটল জুয়েলস চাইল্ড কেয়ার স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ দিদারুল ইসলাম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার এসোসিয়েশনের সম্মানিত সভাপতি আলহাজ্ব আমির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বাংলাদেশ কিনাগার্টেন এসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা এম নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ হাসান মুরাদ, স্কুল পরিচালনা পরিষদের পরিচালক মোঃ জাহিদুল হক, পটিয়া প্রেসক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল হাকিম রানা,বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক বাবুল হোসেন বাবলা প্রমুখ।