মানব সময় ক্রীড়া ডেস্ক:০৬ নভেম্বর
চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল থেকে মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ ফুটবল লিগ-২০২৩। এবার লিগে অংশ নেবে ১০টি দল।
আগামীকাল এম এ আজিজ স্টেডিয়ামে প্রথম বিভাগ ফুটবল লিগ শুরুর উদ্ধোধনী দিনে মাঠে নামছে ২য় বিভাগ ফুটবল লিগ থেকে উত্তীর্ণ কে এম স্পোটিং ক্লাব খেলবে বিসিআইসির সাথে।
জেলা ফুটবল এসোসিয়েশন এবং জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত লিগের স্পন্সর করছে অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্স।
মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।
এবারের লিগে ১০টি দল অংশগ্রহণ করছে। দলসমূহ হচ্ছে বিসিআইসি ক্রীড়া সংসদ, রাইজিং ষ্টার ক্লাব, বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স, আগ্রাবাদ নওজোয়ান ক্লাব, কল্লোল সংঘ, চট্টগ্রাম জেলা পুলিশ, বাকলিয়া একাদশ, ফিরিঙ্গি বাজার লাকী স্টার ক্লাব, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা এবং কে.এম.স্পোর্টিং ক্লাব।
এবারের লিগে দলগুলো সরাসরি লিগ পদ্ধতিতে একে অপরের মোকাবেলা করবে। এবারের প্রথম বিভাগ লিগে মোট ৪৫টি খেলা অনুষ্ঠিত হবে। এ লিগের বাজেট নির্ধারণ করা হয়েছে সাত লক্ষ বাইশ হাজার পাঁচশত টাকা।
গতকাল ০৫ নভেম্বর বিকেলে লিগ শুরু প্রক্কালে সিজেকেএস সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক ইয়াসির আরাফাত চৌধুরী।
বক্তব্য রাখেন সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস সহ-সভাপতি এ.কে.এম. এহেছানুল হায়দর চৌধুরী (বাবুল), মো. হাফিজুর রহমান, সিজেকেএস যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন সিজেকেএস কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, সিডিএফএ কোষাধ্যক্ষ মো. শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, মো. দিদারুল আলম, গোলাম মহিউদ্দীন হাসান, নাসির মিঞা, সিজেকেএস কাউন্সিলর মাহামুদুর রহমান মাহাবুব, মকসুদুর রহমান বুলবুল, আক্তারুজ্জামান, সিডিএফএ যুগ্ম সম্পাদক মো. সালাউদ্দীন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর রাশেদুর রহমান মিলন, মো. জাফর ইকবাল, মো. জাহেদ হোসেন, সরওয়ার আলম চৌধুরী মনি, রায়হান উদ্দীন রুবেল, সাইফুল আলম খান, এস এম ইকবাল মোর্শেদ, এনএইচটি হোল্ডিংস লি: এর এমডি সৈয়দ মো. তানসীর।