মোঃ-সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ-
বিএনপির ডাকা হরতালে সহিংসতা ঠেকাতে বেনাপোল সীমান্ত ও স্থলবন্দর এলাকায় নজরদারি বাড়িয়েছে পোর্ট থানা পুলিশ।
শনিবার রাজধানীতে বিএনপি জামায়াতের জনসমাবেশকে ঘিরে পুলিশের সাথে নেতাকর্মীদের বিশৃঙ্খলার ঘটনা ঘটলে রবিবার সকাল সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি।
হরতালের প্রভাবে কোনরকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং মানুষের জীবনমানের কোন ক্ষতি না হয় সে লক্ষ্যে শনিবার সন্ধ্যা থেকেই বন্দর নগরীর বিভিন্ন পয়েন্টে টহল ও নজরদারি জোরদার করেছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, হরতালের খবরে সীমান্তের সাধারণ মানুষ সহ এ পথে ভারত বাংলাদেশ যাতায়াতকারী মানুষের মাঝে ভীতি কাজ করতে পারে। এছাড়া সীমান্তের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার লক্ষ্যে বেনাপোল পোর্ট থানা পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে। পোর্ট থানা এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্টের পাশাপাশি পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। হরতালকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে কোন ছাড় দেওয়া হবেনা।