ক্রীড়া ডেস্ক:২৩ অক্টোবর
একসময় এ আসন (চট্রগ্রাম
-১১)এর খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিবে ক্রীড়াঙ্গনে ।
বর্তমান সরকারের সময়ে দেশরত্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান, চট্টগ্রাম ১১ আসনের স্মার্ট বাংলাদেশের অভিযাত্রী বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক,৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিডিএ বোর্ড সদস্য হাজী মোঃ জিয়াউল হক সুমন গতকাল রোববার রাতে ৩৮নং ওয়ার্ড স্থ চান্দারপাড়া এজিএস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের সভাপতি মুহাম্মদ কাইসারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় উদ্ধোধক অতিথি ছিলেন চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ হাসান মুরাদ, বিশেষ অতিথি ছিলেন -বিশিষ্ট সমাজসেবক ও স়ংগঠক মোঃ জিন্নাত আলী রাসেদ, সংগঠক মোঃ আবু নাসের, চট্রগ্রাম আবাহনী জুনিয়র টিমের ম্যানেজার ও নগর ছাত্রলীগ নেতা মোঃ ইমতিয়াজ আহমেদ বাবলা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শেষে উভয় টিমের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন আগত অতিথিরা।