ক্রীড়া প্রতিবেদক:২০ অক্টোবর
নগরীর কেইপিজেডস্থ নেসারাব এক্সেসরিজ বিডি লিঃ এর আন্তঃ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ আজ শুক্রবার সকালে
শান্তির পায়রা কবুতর ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডিজিএম নায়না, সম্মানিত অতিথি ছিলেন ম্যানেজার প্রাগিত সাহ,প্রোডাশন ম্যানেজার নালিন।
এসময় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ,এইচ,আর ম্যানেজার শংকর এবং স্থানীয় দঃহালিশহর ফুটবল একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার সাংবাদিক মু: বাবুল হোসেন বাবলা, ক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও মানব সময়ের সম্পাদক মোসলেহ উদ্দিন বাহার, সংগঠক মোঃ ওমর ফারুক, ইকবাল হোসেন, কমিটির সদস্য মোঃ রাহাত, মোঃ রিপন,নিকাত সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে ৩ খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় ২-১ গোলে ড্বলু এল পি(লাল) জে আর এস কে,২ য় খেলায় ট্রাইবেকারে ৪-৩ গোলে ইসিসিএ(নীল) ডাইটিম-১(লাল-সাদা)কে পরাজিত করেন। দিনের শেষ খেলা কিউ এ(গোলাপী) ও ইঞ্জিনিয়ার গ্রুপ(আকাশী) মধ্যেকার ম্যাচে কিউএ জয়ী হয়েছে।
উদ্বোধনী দিনের জয়ী ৩ টিম সরাসরি ফ্রী কোয়াটার ফাইনালে উত্তীর্ণ হবে।