হাটহাজারী প্রতিনিধি :
চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের শফিনগর গ্রামের প্রখ্যাত অলিয়ে কামেল পীরে ত্বরিকত মুরশীদে বরহক হাযত রাওয়া মুশকিলকুশা হযরত শাহ্ সুফি ধনমিয়া শাহ্ (রঃ) ৬৭ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল শফি নগর গাউছিয়া খাইরিয়া দরবার শরীফ প্রাঙ্গণে,আঞ্জুমানে মুহিব্বানে হযরত ধনমিয়া শাহ ও হযরত খাইরুজ্জামান শাহ(রঃ) মাইজভান্ডারী ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।
মুহাম্মদ মহিউদ্দিন এর সভাপতিত্বে ও মোঃ আরিফুল ইসলাম চৌধুরী’র উপস্থিতিতে, উপস্থিত ছিলেন প্রধান আকর্ষণ মাওলানা মোঃআবুল কালাম মাইজভান্ডারী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,মুফতি মোহাম্মদ ইলিয়াছ হোছাইনি (ম.জি.আ.)।
বিশেষ বক্তা মাওলানা ইউসুফ জালালী।
এতে আরো উপস্থিত ছিলেন ওরশ ও মিলাদ উদযাপন কমিটির সভাপতি সাব্বির আহম্মদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল্লাহ, বাবুল মিয়া বাবলা,নুরুল আমিন জসিম,সাজ্জাদ হোসাইন সহ প্রমূখ।
দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করবেন হযরত খাইরুজ্জামান শাহ্ (রঃ) সুযোগ্য ছোট শাহ্জাদা মুহাম্মদ নিজাম উদ্দিন মাইজভান্ডারী।