খালেকুজ্জামান,চুয়াডাঙ্গা :
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে সাড়ে ৩শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার সন্ধ্যার দিকে দর্শনার হঠাৎ পাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। জানাগেছে, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই(নিঃ) মুহিদ হাসান সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ) বিজন কুমার ভট্টাচার্য ও এএসআই(নিঃ)মোঃ আবেদুর রহমান, সঙ্গীয় ফোর্সসহ শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে দর্শনা থানাধীন হঠাৎপাড়া রেলগেট সংলগ্ন চুয়াডাঙ্গা টু দর্শনা গামী পাকা রাস্তার উত্তর পার্শ্ব থেকে সাড়ে ৩শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদকব্যাসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো – আনোয়ারপুর হঠাৎপাড়ার মোঃ আজিজ মাতব্বর এর ছেলে মোঃ শাহিন মাতব্বর(৩৫) ও একই গ্রামের মোঃ মিল্টন হোসেনের ছেলেমোঃ সাইফুল ইসলাম ওরফে সাগর(১৯)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।