বিশেষ প্রতিনিধি, ভোলা :
দাঁত শরীরের একটি অপরিহার্য অংশ। এর যেকোনো সমস্যায় মোটেও অবহেলা করা উচিৎ নয়। মানুষ অসুস্থ হবে, “ডাক্তার দেখাবে চিকিৎসা নিবে সুস্থ হবে এমনটাই চলে আসছে যুগ যুগ ধরে। সারা বিশ্বের পরিস্থিতির উপরে বাংলাদেশের বাজার দ্রব্যমূল্যের কারণে স্বল্প ও নিম্ন আয়ের মানুষ নুন আনতে পান্তা ফুরায়। দিন দিন মানুষের দাঁতের কোন না কোন সমস্যা দেখা যায়।
ভোলার তজুমদ্দিন উপজেলায় জামিয়া হোসাইনিয়া মদিনাতুল উলুম, মাদ্রাসার ২৫০-জন ছাত্রকে ফ্রি চিকিৎসা প্রধান করেছেন কুঞ্জেরহাট নাঈম ডেন্টাল কেয়ার। আজ রোববার সকাল ১০-টা থেকে বিকাল ৫-টা পযন্ত চিকিৎসা প্রধান করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ইসলামী যুব আন্দোলনের তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম, “বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের ভোলা জেলার দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক মুহা জুয়েল রানা, “হাফেজ মোঃ মুহা আইয়ুব আনছারী, “এম এম মাসুদ আর রহমান সহ শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও ছাত্র বৃন্দ।