ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম
চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামস্থ কনভেনশন হলে গতকাল ( ২৫ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দাবা কমিটির সম্পাদক, মহিলা ফিদে মাষ্টার মিসেস তনিমা পারভীন এর সার্বিক তত্ত্বাবধানে গত ১৪ জুলাই থেকে শুরু হওয়া ৩টি টুর্নামেন্টের সফলভাবে সম্পন্ন হয়েছে গতকাল ২৫ জুলাই সন্ধ্যায়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাবেক সিটি মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দাবা কমিটির সভাপতি ও সিজেকেএস যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
দাবা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও প্রফেসর আলেক্স আলিমের সভাপতিত্বে ও দাবা সম্পাদক মিসেস তনিমা পারভীন এর পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, দাবা কমিটির সদস্য প্রফেসর মহসিন জামিল পাপ্পু,যুগ্ন সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম সাচ্চু,আলী কায়সার, সদস্য মোঃ কামরুল ইসলাম, সৈয়দ আব্দুল আহাদ।
টুর্নামেন্টের চীফ অরবিটার ছিলেন প্রকৌশলী এস এম তারেক, সহকারী নূরুল আমিন ও মোঃ আসিফ।
জেলা দাবা চ্যাম্পিয়ানশিপে রাব্বি সেলিম চ্যাম্পিয়ন, সজীব দাস রানার্স আপ, আঃ মালেক ৩য়, ওমর খালেদ৪র্থ, ইয়ূথ দাবায় অনম্বয় দাশ চ্যাম্পিয়ন, সুব্রত মজুমদার রানার্স আপ,টুসিন তালুকদার ৩য়স্থান, মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে তাসফিয়া প্রিমা,লুবাবা,তাসফিয়া সহ মোট ১০ জন মহিলা দাবায় পুরস্কার পেলেন। বিজয়ী শ্রেষ্ঠ ৬ জন জাতীয় বি লিগে ঢাকায় অংশগ্রহণ করতে পারবেন।