// মানব সময় সাহিত্য পাতা //
আহত হৃদয়তন্ত্রী
অতৃপ্ত ব্যাধির মারণাস্ত্রে আহত হৃদয়তন্ত্রী,
থেকে থেকে রক্তক্ষরণ আর যন্ত্রণার প্রলাপ,
শান্তিচ্যুত ভাবনাগুলো
বুকের উদ্বেগ স্পর্শ করে
কত রাত বিনিদ্র কাটিয়েছে।
ভালোবাসার পাহাড় তন্ন তন্ন করে খুঁজেও
বিশ্বাসের সঞ্জীবনী আনতে পারিনি
আর না পেরেছি পাহাড় তুলে আনতে।
ইচ্ছের পা ক্ষতবিক্ষত, রক্তাক্ত করেছে
ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বপ্ন ভাঙ্গা টুকরোগুলো।
ঢের হয়েছে, আশার প্রজনন থেকে
ছুটি দিতে চাই হৃদয়তন্ত্রীকে,
বারবার গর্ভপাতের থেকে বন্ধাত্ব ভালো।