শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দঃ হালিশহর ফুটবল একাডেমির উপ- কমিটি গঠন: চেয়ারম্যান রাসেল, টিম ম্যানেজার বাবলা মেয়র ডা. শাহাদাতের অর্জন: বন্দর থেকে ১০০ কোটি টাকা পেল চসিক বাংলা নববর্ষ উপলক্ষে ফ্রিডম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় কর্মসূচি শুধু শেখ হাসিনা নহে সব লীগেই লুটপাটের সাথে জড়িত: ইপিজেডে থানা ৩৯ প্রশাসনিক ওয়ার্ড এর ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৯ নং ওয়ার্ড ইপিজেড থানার আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে গণসংযোগ পক্ষ শুরুর ঘোষণা : বাগেরহাট জেলা ফোরাম- চট্টগ্রাম’র আহবায়ক কমিটি গঠন সম্পন্ন বৃটেনের কার্ডিফে মহান স্বাধীনতা দিবসের আলোচনা, ফিলিস্তিনে ইসরালি গণহত্যার প্রতিবাদ দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোখতার আহম্মেদ এর শেষ কর্ম দিবস উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান: জেলা প্রশাসক জনাব ফরিদা খানম কোরিয়ান ইপিজেড (KEPZ) কর্তৃপক্ষের নিকট ২৪৮৩ (দুই হাজার চারশত তিরাশি) একর জমির দলিল হস্তান্ত করেন: রহমান আদর্শ শিক্ষালয়’র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

সুন্দর ও শান্ত পবিরেশে ১ম দিনের পরীক্ষা সম্পন্ন হলো এস এস সি ২০২৩ | manob somoy

  • আপডেট টাইম : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ১২.০৭ পিএম
  • ২২৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি, বান্দরবান ||

( ৩০শে মার্চ) শুরু হল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষা ২০২৩,দীর্ঘ দুই বছর অনু সিলিন করার পর শুরু হল ছাত্র ছাত্রীদের মেধা যাচাই বাছাইয়ের পালা এই এস এস পরিক্ষা মাধ্যমে, বান্দরবানে করা নিরাপত্তা,সুন্দর শান্ত পরিবেশ শুরু হল এস এস সি পরিক্ষা ২০২৩।

বান্দরবান পার্বত্য জেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ২০২৩ পরিক্ষার মোট কেন্দ্র ১৫টি, মোট পরিক্ষার্থী সংখ্যা- ৪৬৯৭ জন,ছাত্র- ২০১৪ জন এবং ছাত্রী -২৬৮৩ জন , এতে অংশ গ্রহণ করে মোট – ৪৬৩০ জন পরিক্ষার্থী, ছাত্র – ১৯৯৩ জন এবং ছাত্রী -২৬৩৭ জন,অনুপস্থিত ছিল – ৬৭ জন পরিক্ষার্থী, ছাত্র – ২১ জন,ছাত্রী – ৪৬ জন।
বান্দরবান পার্বত্য জেলায় দাখিল পরিক্ষা ২০২৩ মোট কেন্দ্রর সংখ্যা – ৩টি,মোট পরিক্ষার্থীর সংখ্যা – ৩৮৩ জন, ছাত্র – ১৪৭ জন এবং ছাত্রী – ২৩৬ জন,এতে অংশ গ্রহণ করে মোট- ৩৭৪ জন পরিক্ষার্থী, ছাত্র – ১৪৬ জন এবং ছাত্রী – ২২৯ জন, অনুপস্থিত পরিক্ষার্থীর সংখ্যা ছিল – ৯ জন,ছাত্র – ২ জন এবং ছাত্রী – ৭ জন।
বান্দরবান পার্বত্য জেলায় এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরিক্ষা ২০২৩ মোট কেন্দ্রর সংখ্যা ছিল – ৭টি,মোট পরিক্ষার্থীর সংখ্যা – ৫৬৯ জন, ছাত্র – ৩৯৮ জন এবং ছাত্রী – ১৭১জন, এতে অংশ গ্রহণ করে মোট- ৫৫৮ জন পরিক্ষার্থী, ছাএ – ৩৮৯ জন এবং ছাত্রী – ১৬৯ জন।
অনুপস্থিত পরিক্ষার্থীর সংখ্যা মোট -১১জন, ছাত্র – ৯জন, ছাত্রী – ২ জন।
বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব স্মৃতি কণা দে জানান, তাদের বিদ্যালয়ে পরিক্ষার আইন কানন মেনে সুন্দর পরিবেশে পরিক্ষা হচ্ছে, কোন প্রকার কোন জামেলা সৃষ্টি হয়নাই, তাদের কেন্দ্রের মোট পরিক্ষার্থী সংখ্যা -৫২৫ জন,ছাত্র – ৩১০ জন,ছাত্রী – ২১৫ জন ,অনুপস্থিত ছিল – ৬ জন, পরিক্ষায় অংশগ্রহন করেন – ৫১৯ জন পরিক্ষার্থী।
বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রসচিব দীপ্তি কনা দে জানান,এখানকার পরিবেশ সুষ্ঠু আছে সুন্দর ভাবে পরিক্ষা হচ্ছে, এ কেন্দ্রে মোট পরিক্ষার্থী – ৪২২জন, ছাত্র – ১১৫ জন,ছাত্রী -৩০৭ জন, উপস্থিত – ৪১৯ জন, অনুপস্থিত- ৩ জন পরিক্ষার্থী।
পরিক্ষার শেষে বাংলাদেশ ছাত্র লীগ বান্দরবান পার্বত্য জেলার পক্ষ থেকে এসএসসি পরিক্ষার্থীদের মাঝে ১টি করে খাবার পানির বোতল এবং এসএসসি পরীক্ষার রুটিন বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com