বান্দরবান প্রতিনিধি :
৩ এপ্রিল রোজ সোমবার সকাল ১১টায়, বান্দরবান প্রেসক্লাবেরসামনে, দৈনিক প্রথম আলোর সম্পাদক মসিউর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, সাংবাদিক শামসুজ্জামান এর অবিলম্বে মুক্তি ও ডিজিটাল আইন বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন বান্দরবানে কর্মরত সাংবাদিকরা।
সঞ্চালনায় ছিলেন, বান্দরবান প্রেসক্লাবের সদস্য কৌশিক দাস গুপ্ত, সভাপতিত্ত করেন, প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি, বুদ্ধ জুতি চাকমা, এসময় তিনি বলেন,
আমাদের কাজের ক্ষেত্রটা যেমন সর্বোচ্চ বেড়েছে, তেমনে এটা শুধু বাংলাদেশ নয়,সারা বিশ্বে সার্বিক পরিস্থিতি নষ্ট হয়ে গেছে, সবচেয়ে বেশি নষ্ট করেছে ডিজিটাল নিরাপত্তা আইন, এখন এদেশের মানুষ সবাই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চায়। দৈনিক প্রথম আলোর সম্পাদক মসিউর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোড় দাবি জানান।
আরো বক্তব্যে রাখেন, বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মিনারুল হক,
বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বান্দরবানের প্রিন্ট মিডিয়া, ইলেক্টোনিক মিডিয়া ও অনলাইন মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ।তাদের দাবি অবিলম্বে আটক কৃত সাংবাদিকদের মুক্তি দেয়া হক এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হক।
এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।