মানব সময় সাহিত্য :
তোমার জন্য খোলা হাওয়া
তোমার জন্য ভোর,
তোমার জন্য খোলা আজও
আমার মনের দোর।
তোমার জন্য শিশির ভেজা
একটি গোলাপ ফুল,
তোমার জন্য সব হিসেবে
আমার বিষম ভুল!
তুমি আমার শেষ বিকেলের ছায়া,
তুমি আমার সবচেয়ে কঠিন মায়া।
তোমার জন্য বৃষ্টির জল
আঁকে স্মৃতি ছবি,
তোমার জন্য এলোমেলো
আমার ভেতর সবই!
তোমার জন্য নিঃস্ব রাতে
মিটিমিটি তারা,
তোমার জন্য জেগে জেগে
ভেবে ভেবে সারা!
তুমি আমার হেরে যাওয়ার মিনতি,
তুমি আমার একলা থাকার নিয়তি।