ক্রীড়া প্রতিবেদক:
চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে কে.এম.এজেন্সী মহানগরী কিশোর ফুটবল লীগ-২০২২ইং” এর গতকাল খেলায় বেলা ১.১৫ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইনস মাঠে দিনের ১ম খেলায়, বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি (২-১) গোলে হালিশহর একাদশ ক্লাব কে পরাজিত করে। রেফারি হিসাবে খেলা পরিচালনা করেন মোহাম্মদ সজীব, দেলোয়ার হোসেন, সাইফুল আলম জনি, ফজলে রাব্বী।
দিনের ২য় খেলায় বেলা ২.৩০ ঘটিকার, মহসিন সাজু ফুটবল একাডেমি(৪-২)গোলে সীতাকুন্ড যুব কিশোর ট্রেনিং একাডেমী কে পরাজিত করে ,চ্যাম্পিয়ন হয় এবং ২য় রাউন্ডে যায়। সীতাকুন্ড যুব কিশোর ট্রেনিং একাডেমী রানার্সআপ হয়ে ২য় রাউন্ডে যায়। বিজয়ী দল মহসিন সাজু ফুটবল একাডেমির পক্ষে হ্যাট্টিককরেন মোঃ খলিল, অপর গোল করেন মাহিন উদ্দিন।
খেলা পরিচালনা করেন, মোহাম্মদ সজীব, দেলোয়ার হোসেন, সাইফুল আলম জনি।