ক্রীড়া ডেস্ক:০৩জানুয়ারী
চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে কিশোর ফুটবল লিগ ২০২২-২৩ এবং আসন্ন জেলা যুব ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে নগরীর ৩৯নং ওয়ার্ডস্থ হালিশহর একাদশ ক্লাবের দুটি জার্সি উন্মোচন করলেন ক্লাবের ফুটবল উপ-কমিটির সহ-সভাপতি ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক মোঃ নুরুল আমিন সোহেল।
গতকাল ০২রা জানুয়ারি সোমবার বিকেলে দামপাড়া পুলিশ লাইন মাঠে কিশোর ফুটবল চলাকালে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের টিম ম্যানেজার ও আহ্বায়ক বাবুল হোসেন বাবলা, পরিচালক মোঃ আকতার হোসেন, ফুটবল সহ-সম্পাদক মোঃ শাহেদুর রহমান শাহেদ, সহকারী কোচ মোঃ মামুনুর রশিদ মামুন, সাবেক ফুটবলার আঃ রহিম, আবু জাফর আহমদ বাবু,সংগঠনের সদস্য মোঃ শাহজাহান,এম,ইউ বাহার, একাডেমি সদস্য মোঃ তামিম, রাহাত হাসান , কিশোর ফুটবল টিম এর অধিনায়ক মোঃ ফয়সাল সহ-অধিনায়ক মোঃ রবিন ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিগের প্রথম ম্যাচে সীতাকুণ্ড যুব কিশোর টিমের কাছে ৪-১ গোলে হালিশহর একাদশ পরাজিত হয়েছে।
লিগের ২য় ম্যাচে আগামী ০৫জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে মহসিন সাজু একাডেমির বিপক্ষে খেলবে হালিশহর একাদশ ক্লাব।