চট্টগ্রাম প্রতিনিধি :
৩১/১২/২২ ইং শনিবার রাত ৮ ঘটিকায় প্রতিষ্ঠান এর সিনিয়র প্রশিক্ষিকা সুমি আক্তর এর সভাপতিত্বে ও মো : শাওন এর সঞ্চালনায় শিক্ষার্থীদের নিয়ে পুরাতন বছর কে বিদায় জানিয়ে অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের মানব সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম মোসলেহউদ্দিন বাহার, তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্য প্রযুক্তি ভিত্তিক জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই,আমাদের মাঝ থেকে আরও একটি বছর চলে গেলো যা শত চেষ্টা করেও আর ফিরিয়ে আনা যাবে না, অনেক চাওয়া ই আমাদের অপূর্ণ তবুও নতুন কে বরণ করে নিয়ে আগামীতে যাতে সফলতা আনা যায় সে লক্ষ্যে ই যার যার অবস্থান থেকে সময়ের যথাযথ মূল্যায়ন করে কাজ করে যেতে হবে, ব্যার্থতার পর সফলতা আসবেই। প্রধান বক্ত হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজ কোর্ট শিক্ষানবিশ আইনজীবী মো : আবু হানিফ নিহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব সময় প্রতিনিধি রেখা চাকমা, গ্লোবাল কম্পিউটার ইনস্টিটিউট এর সিনিয়র মার্কেটিং ম্যানেজার মো : ফয়সাল , সহ পরিচালক মো : সাব্বির,সংগঠক মো : আজিজুল হক,মো : ইয়ারুল । শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন রঞ্জিতা চাকমা, মো : আরিফ, শাকিল, রেদোয়ান, মামুন, জেসমিন আক্তার, আলাপন চাকমা, চাঁদনি আক্তার, আয়শা আক্তার, ওমর ফারুক, সিফাত সহ অন্যান্য হাত্র-ছাত্রীবৃন্দ।
সভাপতি পুরাতন বছরের পাওয়া না পাওয়া বেদনাকে ভূলে নতুন বছরের শুভেচ্ছা ও নতুন পরিকল্পনা নিয়ে লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যাক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।