নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসেবে দেশবরেণ্য শিক্ষাবিদ, সমাজবিজ্ঞানী অধ্যাপক ড.অনুপম সেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. রুহুল আমিন, কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী,
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সজীব কুমার, প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েয় উপাচার্য ড.শিরিন আখতার।
এতে বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস ধারন করার আহবান জানান।