ডেস্ক নিউজ :
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় কর্তৃক অদ্য ০৮/১২/২২ তারিখে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় হেলথ কেয়ার ডায়াগনস্টিক ওয়াসা মোড়কে মূল্য তালিকা প্রদর্শন না করা, ভূয়া রির্পোট প্রদান সহ বিভিন্ন অপরাধে ৫০০০০/- টাকা ও চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল ফার্মেসী খুলশীকে মেয়াদ ঊত্তীর্ণ ঔষধ ও ইনজেকশন বিক্রির জন্য সংরক্ষণ, অননুমোদিত বিদেশী ইনজেকশন বিক্রির জন্য সংরক্ষণের জন্য ১০০০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
সকাল ১০ টায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব ফয়েজ উল্ল্যাহ, সহকারী পরিচালক জনাব মো: দিদার হোসেন ও জনাব মো: আনিছুর রহমান।
সিএমপির একটি টিম এ অভিযানে সহায়তা প্রদান করেন।