ডেস্ক নিউজ :
০৬/১২/২০২২
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সদয় নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর ও আতুরার ডিপো এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ, অননুমোদিত ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় এস এস ফার্মেসীকে ৫০,০০০/- অস্বাস্থ্যকর পরিবেশে ভুয়া ঠিকানা ব্যাবহার করে অবৈধ ভাবে বগুড়ার দই প্রস্তুত ও সংরক্ষনের দায়ে বায়েজিদ থানার অধীন সামাদপুর এলাকার জহির আলীর দইয়ের দোকানকে ২০,০০০/- টাকাসহ ২ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অবৈধভাবে ভেজাল জুস তৈরির অপরাধে একই এলাকায় অবস্থিত এভারফ্রেস এগ্রোকে সিলগালা করা হয়েছে।
সকাল সাড়ে ১০টা থেকে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নাসরিন আক্তার ও বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দিদার হোসেনের নেতৃত্বে চলা এ অভিযানে সিএম পি পুলিশ ও বায়েজিদ থানার ২টি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।