এম এ হান্নান, তজুমদ্দিন প্রতিনিধি //
ভোলার তজুমদ্দিনে মেঘনায় জাল ফেলতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছে।
নিখোঁজ জেলেকে উদ্ধারে কোষ্টগার্ড দুই ঘন্টা ব্যর্থ অভিযান শেষে ঘাটে ফিরে আসেন।
নিখোঁজ জেলে উদ্ধার না হওয়ায় পরিবারে চলছে শোক। সুত্রে জানা গেছে, সোমবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার রামপ্রসাদ ঘাটের বাবুল হোসেন মাঝির জেলে ট্রলার মাছ ধরতে মেঘনায় যায়।
পরে তারা বেলা সাড়ে ১১ টার দিকে বাসনভাঙ্গার চর এলাকায় মাছ ধরতে জাল ফেলতে থাকে। জাল ফেলার এম
পর্যায়ে জালের নোঙ্গরের কাচি বাবুল মাঝির পায়ে প্যাচে নদীতে পড়ে যায়।
এ সময় ট্রলারে থাকা অন্য জেলে কাচি কেটে দিলে তিনি গভীর পানিতে তলিয়ে যায়। পরে জেলেরা খোঁজাখুজি করে না পেয়ে কোষ্টগার্ডকে সংবাদ দিলে কোষ্টগার্ড উদ্ধার অভিযানে অংশ নেয়।
প্রায় আড়াই ঘন্টা ব্যর্থ অভিযান শেষে ঘাটে ফিরে আসেন কোষ্টগার্ড। নিখোঁজের ৪ ঘন্টা পরেও কোন খোঁজ মিলে নিখোঁজ জেলের। এদিকে নিখোঁজ জেলে উদ্ধার না হওয়ায় পরিবারে চলছে শোক।