মানব সময় ডেস্ক নিউজ :
সাংবাদিকদের বৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২০২৩-এর নির্বাচন আজ সম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সুন্দর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় এ নির্বাচন।
সভাপতি নির্বাচিত হয়েছেন মুরসালিন নোমানী। সে পেয়েছেন ৬৩৫ ভোট। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল।তিনি পেয়েছেন ৪২২ ভোট। সহ সভাপতি হয়েছেন দিপু সারোয়ার,তিনি পেয়েছেন ৮২৩ ভোট। যুগ্ন সম্পাদক – মাঈনুল আহসান-৪২২ ভোট। অর্থ সম্পাদক – সাখাওয়াত হোসেন সুমন-৭১২ ভোট।সাংগঠনিক সম্পাদক – সাইফুল ইসলাম -৮৭৮ ভোট। ক্রীড়া সম্পাদক – মোঃ মাহবুবুর রহমান -৭২০, সাংস্কৃতিক সম্পাদক – মিজান চৌধুরী -৭৩৮ ভোট, দপ্তর সম্পাদক – কাওসার আজম-৮০৬ ভোট, নারী বিষয়ক সম্পাদক – মরিয়ম মনি( সেজুঁতি)-৭৪১ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক -কামাল উদ্দিন সুমন-৭৩১ ভোট, তথ্য,প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক -তোফাজ্জল হোসেন রুবেল-৭১২ ভোট, আপ্যায়ন সম্পাদক- তানভীর আহমেদ-৬৬৪ ভোট,কার্যকরি সদস্যরা হলেন -মনিরুল ইসলাম মিল্লাত,ইসমাইল হোসেন রাসেল, মহসিন বেপারি, মোজাম্মেল হক তুহিন, কিরণ সেখ,এসএম মোস্তাফিজুর রহমান সুমন ও ইব্রাহিম আলী।