ক্রীড়া প্রতিবেদক:
চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও কেএম এজেন্সির পৃষ্ঠপোষকতায় কেএম এজেন্সি মহানগরী কিশোর ফুটবল লিগে অংশগ্রহণকারী ক্লাব সমূহের ক্লাব প্রতিনিধি সভা ও গ্রুপ নির্ধারণ করা হয়েছে ।এবার ১৩টিম কে লটারীতে ৪গ্রুপে ভাগ করা হয়েছে। ২৩নভেম্বর,বুধবার সন্ধ্যা ৭টায় এম এ আজিজ স্টেডিয়াম কার্যালয়ে।
এসময় সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ শায়েস্তা খানের সভাপতিত্বে ও ফুটবল কমিটির ভাইস-চেয়ারম্যান ইবাদুল হক লুলুর পরিচালনায়ে ক্লাব প্রতিনিধি সভায় অন্যান্যর উপস্থিত ছিলেন মহানগরী ক্রীড়া সংস্থার আলহাজ্ব তৈয়বুর রহমান, সংস্থার নির্বাহী সদস্য ও ফুটবল কমিটির ভাইস-চেয়ারম্যান সেকান্দর কবির,ফুটবল কমিটির ভাইস-চেয়ারম্যান শামীম আজাদ খোকন, ফুটবল কমিটির যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম ভূইয়া মুকুল, রাকিব মাহমুদ, জহির উদ্দিন, ফুটবল কমিটির লুৎফুল কাদের বাবর, যাহেদুর রহমান ,সদস্য এম এ মুছা বাবলু , মোঃ ফরিদ হোসেন প্রমুখ । সভায় অংশগ্রহনকারী ১৩টিমের সভাপতি/সাঃসম্পাদ/টিম ম্যানেজার ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রথম দিনে হালিশহর একাদশ, বাবর ফুটবল একাডেমি, সাজু ফুটবল একাডেমি, রামপুরা ফুটবল একাদশ ও শেখ রাসেল ফুটবল একাডেমির খেলোয়াড় বাছাই করা হয়। লটারীতে ১৩টিম কে ৪গ্রুপ ভাগ করা হয়।
গ্রুপ-এ কালার পোল ক্রীড়া সংস্থা,মহসিন সাজু ফুটবল একাডেমী,বাবর ফুটবল একাডেমী ,গ্রুপ-বি পাহাড়তলী একাদশ ক্রীড়া চক্র,বাংলাদেশ বয়েজ ফুটবল একাডেমী,সীতাকুন্ড যুব ফুটবল একাডেমী,হালিশহর রামপুরা একাদশ,গ্রুপ-সি চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমী,কাজল ফুটবল একাডেমী,গ্রুপ-ঘ তে হালিশহর একাদশ ক্লাব(দঃহালিশহর ফুটবল একাডেমী),শেখ রাসেল ফুটবল একাডেমী এবং পতেঙ্গা ফরিদ পুটবল একাডেমী।
প্রতিটি গ্রুপ থেকে ২টি করে কোয়াটার ফাইনালে মোট ৮টি দল উঠবে।৪টিদল সেমিতে আর সেমিফাইনালে জয়ী ২টি দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।