ডেস্ক নিউজ :
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক আজ ২৬ অক্টোবর, ২০২২ খ্রিঃ তারিখে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী বাজারে অভিযান পরিচালনা করা হয়।
সকাল ১০:৩০ টা হতে পরিচালিত অভিযানে চিনির মূল্য তালিকা প্রদর্শন না করা, পাকা ভাউচার না রাখা ও অধিক মূল্যে চিনি বিক্রয়ের অপরাধে ফারুক ট্রেডিংকে ৫০,০০০/- ও উত্তর বঙগ ট্রেডিংকে ৩০,০০০/- টাকাসহ মোট ৮০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। চিনির বিভিন্ন পাইকারের দোকানে এবং তাদের গোডাউনে অবৈধভাবে চিনি মজুদ করছে কিনা তা তদারকি করা হয়েছে। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।পাহাড়তলী বাজারের সভাপতির নের্তৃত্ব মজুদকৃত চিনি বিক্রয় সকলের মাঝে উন্মুক্ত করে দেয়া হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকশ টিমের সহায়তায় উপর্যুক্ত অভিযানটি পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা ও বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নাসরিন আক্তার ও জনাব দিদার হোসেন উক্ত অভিযান পরিচালনা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।