ডেস্ক বার্তা :
ভয়েজ অফ ওমেন্স একটি অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ১০ হাজার নারীদের সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম, গতকাল উত্তরার একটি আভিজাত রেস্টুরেন্টে “ভয়েজ অফ ওমেন্স” শতাধিক নারী কর্মীদের নিয়ে
গ্রুপের গেট টুগেদার অনুষ্ঠান পালিত হয় উক্ত অনুষ্ঠানে অতিথি কাতারে
উপস্থিত ছিলেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটালের পুষ্টিবীদ তাসনিন আশিক এবং প্রোফেসোনাল হোটেইলার আয়েশা খাতুন, এছাড়াও উপস্থিত ছিলেন
গ্রুপ ক্রিয়েটর ইসরাত ইভা,
(গৃহিনী, ও সমাজসেবী)
গ্রুপ এডমিন : রহিমা আক্তার(গৃহিনী, ও সমাজসেবী) মডারেটর: রোজী আহসান (স্কুল শিক্ষিকা ও সমাজসেবী) মডারেটর : রুকশানা রিপা (গৃহিনী ও সমাজসেবী) মডারেটর : মৌসুমী ইসলাম (গৃহিণী ও সমাজসেবী)
মডারেটর : সেলিনা ইশতিয়াক
(গৃহিণী ও সমাজসেবী)
ইসরাত ইভা বলেন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে ভয়েস অফ ওমেন
ভবিষ্যতে আরও সুদূরপ্রসারী কাজের জন্য এভাবেই সবার সহযোগীতা কামনা করছি আমি এবং আমার গ্রুপ। এ সময় গ্রুপের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা প্রদান করেন গ্রুপ ক্রিয়েটর ইসরাত ইভা সহ তার সহ যোদ্ধারা।