ডেস্ক নিউজ :
আজ ১০ অক্টোবর , ২০২২, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সদয় নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর কাজীর হাট,মোহরায় অবস্থিত বার আউলিয়া বাণিজ্যালয়কে টিসিবির বোতলজাত তেল অবৈধ ভাবে মজুদ করার দায়ে ১,০০,০০০/- টাকা, একই এলাকার আলহা ট্রেডার্সকে বোতলজাত তেল বেশি দামে বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও মোড়কজাত বিধিনিষেধ না মানায় ১৫,০০০/- এবং কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অবস্থিত আঞ্জুমান ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ২০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
আজ ৩টি প্রতিষ্ঠানকে ১,৩৫,০০০/- টাকা জরিমানা করা হয় এবং নিত্যপণ্যের দোকানেও তদারকি করা হয় এবং সকলকে ভোক্তা অধিকার লঙ্ঘণ না করার নির্দেশনা দেওয়া হয়।
সকাল সাড়ে ১০টা থেকে পরিচালিত অভিযানে নেতৃত্বে প্রদান করেন বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ ফয়েজ উল্যাহ, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নাসরিন আক্তার,বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আনিছুর রহমান।
সিএমপি এর একটি চৌকস টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
নাসরিন আক্তার
সহকারী পরিচালক
চট্টগ্রাম জেলা কার্যালয়