ডেস্ক নিউজ:
ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব রিজিয়নের অন্যতম ক্লাব লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ ওয়েস্ট এর উদ্যোগে সি,আর বি’র সিরিষ তলায় পথশিশুদের মাঝে রান্না করা খাবার ও শিক্ষা সামগ্রী বিতরন কর্মসূচী গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয় ।
ক্লাব সভাপতি লায়ন ধনন্জয় বড়ুয়া রুবেলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পি এম জে এফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন এম, ডি,এম মহিউদ্দিন চৌধুরী এম,জে,এফ,২য় ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এম,জে,এফ, কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন আদর্শ কুমার বড়ুয়া এম জে এফ, রিজিয়ন চেয়ারপার্সন -১ লায়ন মোঃ হুমায়ুন কবির, জোন চেয়ারপার্সন লায়ন মমতাজুল ইসলাম এম জে এফ, জোন চেয়ারপার্সন লায়ন নাইমুল ইসলাম ফরিদ সহ লায়ন্স ও লিও নেতৃবৃন্দ।
কর্মসূচিতে প্রায় শতাধিক পথশিশুদের মাঝে খাবার বিতরণ সম্পন্ন হয়েছে।