নিজস্ব প্রতিনিধিঃ
শুক্রবার (২৩ সেপ্টেম্বর ) ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক জলবায়ু ধর্মঘট থেকে এ দাবি জানানো হয়।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।আর এ জলবায়ু পরিবর্তনের পিছনে উন্নত দেশগুলো সবচেয়ে বেশি দায়ী।তাই বিশ্বের উন্নত দেশগুলোর কাছে ক্ষতিপূরণের দাবিতে ঝালকাঠিতে
জলবায়ু ধর্মঘট করেছে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সদস্যরা
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের ঝালকাঠি জেলার সমন্বয়কারী তন্ময় চন্দ অভির সঞ্চালনায় বক্তব্য রাখেন ইয়ুথ নেট ঝালকাঠি শাখার সহ সমন্বয়ক খুরশিদ জাহান, রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান সাথী আক্তার,ইয়ুথ অ্যাকশন সোসাইটির সভাপতি শাকিল হাওলাদার রনি প্রমুখ।
বক্তারা – সকল যুবদের এই আন্দোলনে যুক্ত হয়ে উন্নত বিশ্বের কাছে দূর্যোগের ক্ষতিপূরণ আদায় ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধির আহ্বান জানান।