চট্টগ্রাম প্রতিনিধি :
আজ ২২ সেপ্টেম্বর, ২০২২, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সদয় নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর ও আর নিজাম রোডে অবস্থিত শেভরকে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট মেশিনে দিয়ে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করা অবস্থায় ও ফ্রিজে সংরক্ষিত অবস্থায় পাওয়ায় ১,০০,০০০/-, পূর্বে জরিমানা করে সর্তক করার পরে ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে শ্রেষ্ঠা মেডিসিন কর্ণারকে ৫০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
আজ ২টি প্রতিষ্ঠানকে ১,৫০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং নিত্যপণ্যের দোকানেও তদারকি করা হয় এবং সকলকে ভোক্তা অধিকার লঙ্ঘণ না করার নির্দেশনা দেওয়া হয়। সকাল সাড়ে ১০টা থেকে পরিচালিত অভিযানে নেতৃত্বে প্রদান করেন বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ ফয়েজ উল্যাহ, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নাসরিন আক্তার।
সিএমপি পুলিশের একটি চৌকস টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।