মোঃ মহিউদ্দিন,ভোলা প্রতিনিধি :
ভোলা সদর উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাত (২৫) এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে ভোলা সদর থানা পুলিশ । সোমবার (১৯সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গুলিগ্রাম সীমানা সংলগ্ন এলাকার মেঘনা নদী থেকে এই লাশ উদ্ধার করা হয়।
ভোলা সদর থানার ওসি শাহিন ফকির জানান ,ভোলা সদর মেঘনার উপকূল এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেন । পরে পুলিশ লাশটি উদ্ধার করে দুপুর ১টার দিকে ভোলা সদর থানায় হস্তান্তর করেন।
ভোলা সদর থানার ওসি শাহিন ফকির জানান, উদ্ধারকৃত লাশটির মাথায় চুল অনেকটাই নেই, মাথায় পলিথিন মোড়ানো হাতে একটি কালো ব্রেসলেট আছে তাতে Nik লেখা,গায়ে হলুদ গেঞ্জি পরা গেঞ্জিতে লেখা আছে (চাঁদপুর সোলার এন্ড ইলেকট্রিক )পরনে চেক লুঙ্গি রয়েছে। লাশটি ৪-৫ দিন আগের হতে পারে। বয়স আনুমানিক ২৫থেকে ৩০ বছর হতে পারে। স্থানীয় লোকজনের ভাষ্যমতে লাশটি কোন জেলের হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।