ডেস্ক বার্তা :
আসসালামু আলাইকুম আমি জাহিদ হাছান রনি শিবপুর খাসের হাটের তজুমদিদন থানার ভোলা জেলা আমার ছেলে রোহান বিগত ৮ বছর যাবত থেলোসিমিয়া প্রতি মাসে রক্ত দিতে হয়, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে এই থেলোসিমিয়ার কারণে লিভার বড় হয়ে গেছে এবং আয়রন বেরে গেছে ডাক্তার বলছে আয়রন কমাতে হবে এবং লিভার অপরোশন করাতে হবে অনেক টাকার দরকার কিন্তু বিগত ৮ বছর যাবত চিকিৎসা করাতে গিয়ে নিজের সব শেষ করে ফেলেছি তাই সবার কাছে আকুল আবেদন যে বাভে পারেন আমার ছেলেটার জন্য একটু সহযোগিতার হাত বারিয়ে দেন