বানারীপাড়া প্রতিনিধি :
সম্প্রতি বানারীপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী বানারীপাড়া ভূমি অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কবির হোসেনের বিরুদ্ধে বরিশাল জেলা প্রশাসক বরাবর একটা লিখিত অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে কবির হোসেনকে বানারীপাড়া থেকে সরিয়ে নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের আইটি সেকশনে সংযুক্ত করা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। এর পূর্বে ২৯ মে মোঃ জাহাঙ্গীর হোসেন নামে আরেকজন ব্যাক্তি জেলা প্রশাসকের কাছে কবিরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেয়। জানা গেছে ওই ঘুষখোর কম্পিউটার অপারেটর বানারীপাড়া ভূমি অফিসে দীর্ঘ ৪ বছর কর্মরত ছিলেন। এ দীর্ঘ সময়ে তিনি বহু মানুষের কাছ থেকে ঘুষ আদায় করে বহু অনৈতিক কাজ করে বরিশালের রুপাতলী হাউজিং এলাকায় একটি বহুতল ভবন নির্মান করেছেন। এসব বিষয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কবিরের কাছে জানতে চাইলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন।