মোঃ মহিউদ্দিন,ভোলা প্রতিনিধি :
ভোলার তজুমদ্দিন বাজারে জনগণের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য ১০টি সিসি ক্যামেরার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার(০৩ সেপ্টেম্বর) দুপুরে তজুমদ্দিন থানার আয়োজনে তজুমদ্দিন থানাধীন শম্ভুপুর ইউনিয়নের ফকিরহাট বাজারে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ক্যামেরার উদ্বোধন করেন ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, এমপি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর,সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শিলা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয় জনসাধারণ।