এম এ হান্নান তজুমদ্দিন প্রতিনিধি :
বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) বিকাল ৪টায় প্রশাসনের অনুমিতক্রমে অনুষ্ঠান সংক্ষিপ্ত করে কেক কাটা ও আলোচনা করা হয়। চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক অজিউল্যাহ মিয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও যুবদলের সভাপতি নাসির উদ্দিন ভুট্টু, তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন,
ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল সহ-সাধারণ সম্পাদক মোঃ সামছুদ্দিন আহমেদ, যুবদল দপ্তর সম্পাদক ও সোনাপুর ইউনিয়ন সেক্রেটারী কামরুল হাসান মিল্লাত, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা হেলাল উদ্দিন লিটন,
কাজল হাওলাদার, যুবদল নেতা আব্বাস উদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ নান্নু মিয়া, কামাল মোল্লা, শম্ভপুর ইউনিয়ন বিএনপি নেতা রত্তন মিয়া, আবু সরকার, জসিম পাটওয়ারী, নয়ন প্রমুখ।
অনুষ্ঠান শেষে যাওয়ার পথে যুবলীগ কর্মিদের হামলায় ছাত্রদলের তিন কর্মি আহত হয়। আহতরা হলেন, জিসান, ইমাম ও রাজিত। পরে তাদেরকে স্থানীয় ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।