মোঃ হেলাল উদ্দিন :
চট্টগ্রাম নগরির নয়াবাজার মোড়ে কাভার্ড ভ্যান ( ঢাকা মেট্রো- ট ১৮-৩৩৩৭) চাপায় মোস্তাক আহমেদ (৪৫) নামে বাইক আরোহি নিহত হন। কাভার্ড ভ্যান চাপ দিলেই ঘটনাস্থলে মারা যান তিনি। সরজমিনে জানা যায়, মোস্তাক বাইক ঘুরানোর জন্য এগুতেই ট্রাক টি এসে চাপা দেয় তাকে, মোস্তাকএর পেছনে বসা মহিলা আরোহি ভাগ্যক্রমে বেচে গেলেও নিজেকে বাচাতে পারেনি মোস্তাক। মোস্তাকের বাইক নাম্বার চট্টমেট্রো- হ- ২০- ৯৪৮৬. তার বাড়ি সাতকানিয়া র পদুয়াতে, তিনি আগ্রাবাদের শান্তি বাগে বসবাস করতেন। খবর পেয়ে হালিশহর থানার সাব ইন্সপেক্টর জনাব মোবিনুল পুরো ঘটনাটি তদন্ত করে বাদির অপেক্ষায় মামলা তদন্তা দিন রয়েছে। উপস্থিত কাভার্ড ভ্যানটি আটক করেন তিনি। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । এলাকায় ঘটনাটিতে যানযট সৃষ্টি হলে তা দ্রুত নিরসনে টি আই এডমিন জনাব জাহেদ, ও বড়পুল পুলিশ বক্সের টি আই অমল দাস উপস্থিত হয়ে তা সম্পাদন করেন।