নেত্রকোণা প্রতিনিধিঃ
আজ সকালে যুব উন্নয়ন অধিদপ্তর নেত্রকোণার আয়োজনে উপ- পরিচালকের কার্যালয়ে মোঃ হারুন-অর- রশীদের সভাপতিত্বে বারসিক এর সহযোগিতায় আলোচনা সভা ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষন কোর্সের ভাতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনির হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ডেপুটি কো-অর্ডিনেটর যুব প্রশিক্ষন কেন্দ্র নেত্রকোণা,নেত্রকোণা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,বারসিক এর আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়কারী মোঃ অহিদুজ্জামান অহিদ, যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক শহীদুল্লাহ, যুব উন্নয়ন মৎস্য প্রশিক্ষক এমদাদুল হকসহ যুব উন্নয়নের সকল প্রশিক্ষকবৃন্দ।
পরে বিউটিফিকেশন ৪০ জন ও যানবাহনের প্রশিক্ষনার্থী ৪০ জন মোট ৮০ জনের মাঝে সাটিফিকেট ও ভাতা বিতরণ করা হয়েছে।