চরফ্যাশন (ভোলা) : ভোলার চরফ্যাশনে এশিয়া মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি লিঃ এর বার্ষিক সাধারণ সভা ২০২২ রবিবার ৭ আগষ্ট অনুষ্ঠিত হয় এশিয়া মাল্টিপারপাস কো_ অপারেটিভ সোসাইটির লিমিটেড চরফ্যাশনস্হ শরীফপাড়া ডিজিটাল অফসেট প্রিন্টি প্রেসের ২ তলা অনুষ্ঠিত হয়েছে।
এশিয়া মাল্টিপারপস কো- অপারেটিভ সোসাইটি লি: চেয়ারম্যান, ও সমাজ সেবক মোঃ জাকির হোসাইনের সভাপতিত্বে সাধারণ সভায় অনুষ্ঠিত হয় উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহ-সভাপতি জনাব মাসুদ কাজী। সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন বাচ্চুএশিয়া মাল্টিপারপাস কো _অপারেটিভ সোসাইটি লিমিটেড ভোলা জেলার শ্রেষ্ঠ মাল্টিপারপাস হিসেবে ঘুশিত হওয়ায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব জাকির হোসেন মিয় কে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের ব্যবস্থাক আব্দুল খালেক সাধারণ সম্পাদক কে ফুল দিয়ে বরণ করে নেন মোহাম্মদ নুরউদ্দীন তরিক সহ-সভাপতি কে ফুল দিয়ে বরণ করে নেন জিয়াউদ্দিন শিবলী সভাপতি ফুল দিয়ে বরণ করে নেন শফিকুল ইসলাম প্রতিষ্ঠানের সাধারণ ইউছুফ হোসেন বাচ্চু
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন চরফ্যাশন উত্তর চরমানিকা লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ সালেহ উদ্দিন,পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলার রেযোয়ানা পারভীন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান।আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন শাখার ব্যবস্হাপক মোঃ আবদুল খালেক, শশিভূষণ থানা ব্যবস্হাপক মোঃ নুর উদ্দিন তরিক, শশিভূষণ শাখার ক্যাশিয়ার মোঃ সফিকুল ইসলাম।
বার্ষিক আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সোসাইটির সাধারণ সম্পাদক, চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক ইউছুফ হোসেন বাচ্চু।
বার্ষিক সাধারণ সভায় সংগঠনের যাবতীয় বিষয় নিয়ে খোলা মেলা আলোচনা করা হয়। সদস্যগণ এতে অংশ গ্রহণ করেন।
বক্তারা এশিয়া মাল্টিপারপস কো- অপারেটিভ সোসাইটি লিমিটেডের বিগত দিনের সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করার পাশাপাশি ভবিষ্যতে এই সেবা অব্যাহত রাখতে অনুরোধ করেন।