শুভ || পেকুয়া কক্সবাজার :
বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি আরিফুল ইসলাম শুভ নেতৃত্বে আজ চট্টগ্রাম মেডিকেলে এক অসহায় রুগী কে চিকিৎসা জন্য নগদ ২২০০০ টাকা অনুদান দেন। এই সময় বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন পেকুয়া উপজেলা কমিটির সদস্য রাকিব ,শহীদ ,মজিব,এবং আরো উপস্থিত ছিলো রোবেল,আরকান রিফাত।ডোনেশনের ২২০০০ হাজার টাকা রোগীর হাতে তুলে দিলেন।