চট্টগ্রাম প্রতিনিধি :
কল্পলোক মিডিয়া টাওয়ার সাংবাদিক ফ্ল্যাট মালিক স্টিয়ারিং কমিটির এক সভা ৩১ জুলাই, ২০২২খ্রি. রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ প্রেস কাউন্সিল ও ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিল্ নিবাহী পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকতের সভাপতিত্বে ও স্টিয়ারিং কমিটির সদস্য সচিব, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক সম্পাদক রাষ্ট্রের অন্যতম আইন কর্মকর্তা এডভোকেট আবিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নাসির উদ্দিন তোতা, নুর উদ্দিন আহমদ, অ্যাডভোকেট যীশু রায় চৌধুরী, প্রদীপ নন্দী, বিশ্বজিৎ বড়–য়া প্রমুখ স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ।
সভায় ক্ষোভ প্রকাশ করে বলা হয় দীর্ঘ ১৪ বছর হলেও চট্টগ্রামের কল্পলোক আবাসিক এলাকায় চট্টগ্রামের ৬৭ জন সাংবাদিক ও তাদের পরিবার ফ্ল্যাট বুঝে না পেয়ে কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। এই ৬৭ জন সাংবাদিকই তাদের অর্থ দিয়ে সিডিএ থেকে জায়গা খরিদ করে কয়েকজন সাংবাদিকের মধ্যস্থতায় একটি ডেভলপার কোম্পানীকে সাংবাদিক কো অপারেটিভ হাউজিং সোসাইটির মাধ্যমে উন্নয়ন ও ফ্ল্যাট নির্মাণের জন্য প্রদান করে। ফ্ল্যাট বুঝিয়ে দেবার চুক্তিমতে সময়ের বাধ্যবাধ্যকতা থাকলেও তা দেয়া হয়নি। অধিকন্তু, কতিপয়, দুরাচারী, দুর্নীতিবাজ, স্বার্থান্বেষী সাংবাদিক পরোক্ষভাবে ডেভলপার কোম্পানীর পক্ষ নিয়ে ফ্ল্যাট মালিক সতীর্থ ও মুরব্বী সাংবাদিকদের অনেক ক্ষতি করেছে। এই ঘৃণ্য অর্থলোভী, স্বার্থান্বেষী সাংবাদিকদের তালিকা প্রস্তুত করে তাদের অবাঞ্চিত ঘোষণা করতে ডাক দেয়ার জন্য সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় কল্পলোক মিডিয়া টাওয়ারে বরাদ্দপ্রাপ্ত ফ্ল্যাট মালিক সাংবাদিকদের দুঃখ-দূর্দশা লাঘব করার জন্য বিশ্বস্ততার সাথে মূলধারার সাংবাদিক সংগঠনের যারা সহযোগিতা করবে তারা বিভিন্ন পর্যায়ে সফলকাম হবে বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়।
সভায় আগামী আগস্ট মাসের মধ্যে কল্পলোক মিডিয়া টাওয়ার সাংবাদিক ফ্ল্যাট মালিক, তাদের পরিবার ও শুভানুধ্যায়ীদের নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনের সিদ্ধান্ত গৃহিত হয়।
এছাড়াও আদালতে চলমান মামলার বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।