নারায়ণগঞ্জ প্রতিনিধি :
“লাগাই গাছ লাগাই বৃক্ষ, রক্ষা করি পুরো বিশ্ব”এই প্রতিপাদ্য নিয়ে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়।
তারই ধারাবাহিকতায় ১৯ জুলাই রোজ মঙ্গলবার বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে সোনারগাঁ উপজেলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এম এ মহিনের সভাপতিত্বে বিভিন্ন ওষুধি ও ফলজি গাছের ছাড়া রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা + মহাসচিব মুহাম্মদ আলী।
এই সময় প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, কলেজ অধ্যক্ষ আব্দুল লতিফ,
উদ্বোধনী বক্তব্যে মহাসচিব মুহাম্মদ আলী বলেন, পৃথিবী থেকে গাছ পালা কমে যাওয়ার কারণে বিশ্ব এক মহা হুমকির মুখে। তিনি আরও বলেন এখনি যদি এই গাছের বিষয়ে সচেতন হওয়া না যায় তাহলে আগামীর বিশ্ব হবে খুবই ভয়াবহ।
তাই এখন থেকে যেকোনো গাছ কাটা থেকে বিরত থাকতে হবে এবং বেশি বেশি করে গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে।
এই সময় আরও উপস্থিত ছিলেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি, মোঃ শফিকুল ইসলাম বকুল,সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বুলবুল, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক হ্যাপী আক্তার, মিতু আক্তার, ফাহিম ইসলাম প্রমুখ