বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :
১৭ জুলাই বানারীপাড়া ব্লাড ব্যাংকের পরিচালক মাইদুল ইসলাম রনি, অনলাইনে যোগ দেন প্রধান উপদেষ্টা মুক্তা চৌধুরী, দপ্তর সম্পাদক রিয়াজ, সদস্য অলি, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুমন নিহত মুমিনের পরিবারের পাশে দাড়ায়। এ সময় পরিবারে সচ্ছলতার জন্য কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয়।
জরাজীর্ণ কুটিরে আর্থিক অভাব অনটনের মাঝে প্রতিবন্ধী ছেলেকে নিয়ে গড়ে ছিলেন সুখের ঘর। ছেলেকে হারিয়ে পরিবারটি এখন শোখের সাগরে ভাসছে। উল্লেখ্য যে গত ১২ জুলাই মঙ্গলবার বিকাল আনুমানিক ৫ টার সময় বানারীপাড়ার কাজলা এলাকায় ইজি বাইকের নিচে পরে গুরুত্বর আহত হয় ব্রাম্মনকাঠী এলাকার জয়নালের বুদ্ধিপ্রতিবন্ধী মুমিন।
ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। মাথায় রক্ত খরন, শরীরে প্রচুর ক্ষত, মাথার রক্তক্ষরনের জন্য খিচুনি ও বমি এবং হুস না ফেরায় চিকিৎসারত ডাক্তার তাকে বরিশাল রেফার করে। মুমিনের অবস্থা খারপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সুমন মেম্বর ও অন্যান্যর সহোযোগিতায় ঢাকা নেওয়া সম্ভব হলেও মারা যায় আহত মুমিন।