এম এ হান্নান, তজুমদ্দিন প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যশোর জেলার সিনিয়র সহ-সভাপতি বদরুজ্জামান ধ্বনি’র নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জুলাই) দুপুর ১২টায় তজুমদ্দিন উপজেলা যুবদলের আয়োজনে এই বিক্ষোভ কর্মসুচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কর্মসুচিতে অংশ নেয় তজুমদ্দিন উপজেলা যুবদলের সভাপতি নাছির উদ্দিন ভূট্টো, যুগ্ম-সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, দপ্তর সম্পাদক কামরুল হাসান মিল্লাত, যুবদল নেতা এম এ হান্নান, বাহাউদ্দিন বাহার, মিজানুর রহমান সুমন ও আব্বাস উদ্দিনসহ যুবদলের প্রায় দেড়শতাধিক নেতাকর্মি উপস্থিত ছিলেন।