মানব সময় :
দক্ষিণ খুলশী থেকে কোতোয়ালী থানাধীন টেরি বাজারে ঈদের শপিং করতে এসে ইং ০৭/০৭/২২ তারিখ বিকাল ৪.৫০ মিনিটের সময় ভুলবশত সিএনজিতে লাগেজ রেখে নেমে পড়েন জনাবা লোনা নাহিদ তৃপ্তি। কিছুক্ষণ পর লাগেজের কথা স্মরণ হতেই ছুটে যান রাস্তায়। কিন্তু সিএনজির কোন হদিস পাওয়া যায়নি। লাগেজ ভর্তি দামী ড্রেস, স্মর্ণালংকার ও নগদ ২৮,০০০/- টাকা হারিয়ে তিনি দিশেহারা হয়ে শরণাপন্ন হন কোতোয়ালী থানার। কোতোয়ালী থানার এস,আই মোহাম্মদ ইমরান “Eyes of CMP” (সিএমপি কর্তৃক মহানগর ভিজিল্যান্স প্রোগ্রাম) এর মাধ্যমে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সিএনজি গাড়ির নাম্বার সনাক্ত করে “আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজ থেকে গাড়ির মালিক এবং চালকের তথ্য সংগ্রহ করে ইং ১৪/০৭/২২ তারিখ ব্যাগটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেন। হারানো মালামালসহ লাগেজটি ফিরে পেয়ে তিনি “টিম কোতোয়ালী”র প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সিএমপি কর্তৃক “আমার গাড়ি নিরাপদ” নামক একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করার জন্য তিনি মাননীয় পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম মহোদয়কে ধন্যবাদ জানান।