শশীভুষণ প্রতিনিধিঃ
ছিনতাইয়ে বাধা পেয়ে শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় চিহ্নিত ছিনতাইকারীদের বিরুদ্ধে। সোমবার( ১১ জুলাই) রাত ১০টার দিকে শশীভূষণ থানাধীন হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হাট বাজারের খাসের হাট রোডে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত শিক্ষানবিশ আইনজীবী এডভোকেট শাহাদাতকে উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আহত আইনজীবী এডভোকেট মোঃ শাহাদাত অভিযোগ করে বলেন,
সোমবার রাত ৯ টার দিকে চেয়ারম্যান বাজার পূর্ব মাথায় আমার মামাতো বোনের বিয়ের অনুষ্ঠানে মসজিদে ছিলাম। অনুষ্ঠান শেষে একটু বিলম্বে চেয়ারম্যান বাজার খাসেরহাট রোডের পশ্চিম মাথায় মটর বাইক আনতে যাই। সেখানে গিয়ে দেখি ২-৩ জন লোক গাড়ির কাছে গাড়ির লক সহ অন্যান্য কিছু ভাঙ্গতেছে। এমন সময় আমি চিৎকার চেঁচামেচি করলে তারা ঘটনাস্থলে থেকে একটু দূরের অবস্থানে চলে যায়। পরবর্তীতে আমি আমার মটর সাইকেল স্টার্ট করে চলে আসার সময় পিছন থেকে জামাল দফাদার, জুয়েল দফাদার ও রহিম দফাদার অন্য একটি বাইক দিয়ে আমাকে ওভারটেক করে পথ রোধ করে আমার ওপর অতর্কিত হামলা করে এবং গাড়ি ছিনতাই করে নিয়ে যায়। এই চক্রের সদস্যরা পরবর্তীতে সক্রিয়ভাবে দলবদ্ধ হয়ে ভিন্ন খাতে ঘটনাকে প্রভাবিত করে ব্যাপক মারধর করে রক্তাক্ত অবস্থায় আমাকে ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আহত আইনজীবী এডভোকেট শাহাদাত অভিযোগ করে আরো বলেন, এই ঘটনাকে ভিন্ন খাতে প্রমাণ করার জন্য কয়েকটা চক্র এলাকায় মীমাংসা করার জন্য পায়তারা করছে। আমি আইনি পদক্ষেপের মাধ্যমে সুষ্ঠু বিচার আশা করছি ।
শশীভূষণ থানার অফিসার ইন চার্জ, মিজানুর রহমান পাটোয়ারী বলেন, অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।